বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসা ২৯৯ বোতল ফেনসিডিল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় বেনাপোলের দৌলতপুর গ্রাম থেকে ফেনসিডিলগুলো আটক করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবরে বিজিবি দৌলতপুর গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর ২৯৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
২৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুর রহিম বাংলানিউজকে জানান, ফেনসিডিল বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর