ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মধুমতিতে গোসলে নেমে নারী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
মধুমতিতে গোসলে নেমে নারী নিখোঁজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মধুমতি বিলরুট ক্যানেলে গোসল করতে নেমে আফরোজা বেগম (৪০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) সকালে সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।



পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল এসে উদ্ধারকাজ শুরু করেছে। কিন্তু দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ আফরোজা বেগম একই উপজেলার বলাকৈইড় গ্রামের কাওসার মোল্লার মেয়ে। তিনি ভেড়ারবাজারে বসবাস করেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মালেক সরদার ঘটনাস্থল থেকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নদীতে স্রোত বেশি থাকায় এখনো ওই নারীকে উদ্ধার করা যায়নি। তবে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।