ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আদালত অবমাননার আইন শিগগিরই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আদালত অবমাননার আইন শিগগিরই আইনমন্ত্রী আনিসুল হক

ঢাকা: শিগগিরই আদালত অবমাননার আইন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (৪ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলয়নায়তনে অনুষ্ঠিত কর্মশালায় এ কথা জানান তিনি।



আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’রিপোর্টার্স ফোরাম এ কর্মশালার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আদালত অবমাননার একটা আইন থাকা উচিত। আইনমন্ত্রী হিসেবে বলতে চাই, সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই আদালত অবমাননার আইন সংসদে পাস করার ব্যবস্থা করবো।

২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। ১৯২৬ সালের আদালত অবমাননার আইন রহিত করে ২৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশিত হয়। আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মার্চ দুই আইনজীবী রিট আবেদনটি করেন।

এর প্রেক্ষিতে হাইকোর্ট একই বছরের ২৬ সেপ্টেম্বর আদালত অবমাননা আইন, ২০১৩ অবৈধ বলে ঘোষণা করেন।

আনিসুল হক বলেন, আইন সাংবাদিকতা একটি হার্ড টাস্ক (কঠিন কাজ)। কারণ, অন্য ক্ষেত্রে ভুল করলে পরের দিন সংশোধনী ছাপানো যায়। কিন্তু আদালতের ক্ষেত্রে তা সম্ভব নয়। ভুল সংবাদ দিলে পরের দিন আদালত অবমাননার মুখে পড়তে হয়। এ জন্য সচেতনভাবে এ বিটে কাজ করতে হয়।

ফোরামের সভাপতি এম বদি-উজ-জামানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী আহসানুল করীম, সাংবাদিক ফারুক কাজী,কাজী আব্দুল হান্নান, শহীদুজ্জামান, সালেহ উদ্দিন, আশরাফ উল আলম ও জাহিদ হোসন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।