ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় মেঘনার পাড় ভেঙে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ভোলায় মেঘনার পাড় ভেঙে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি

ভোলা: ভোলায় মেঘনা নদীর পাড় ভেঙে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও মুক্তা (৭) নামে একটি শিশুর সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে নিখোঁজ হয় সে।

এর পর থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ ও স্থানীয় জেলেরা। রোববার দুপুর দেড়টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।

নিখোঁজ মুক্তা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর গ্রামের কামাল হোসেরে মেয়ে।
 

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে মেঘনা নদীর বিশ্বরোডের মাথা নামক এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল মুক্তা। এসময় পাড় ভেঙে মুক্তাসহ পাঁচ শিশু নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা চারজনকে জীবিত উদ্ধার করতে পারলেও মুক্তা এখনো নিখোঁজ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ জানান, পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।