ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ধর্ষক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
বিজয়নগরে ধর্ষক গ্রেফতার ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায়  এক নারীকে গণধর্ষণের ঘটনায় শাহিন মিয়া (৩২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত ধর্ষক শাহিন উপজেলার উথারিয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিছ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা বাংলানিউজকে এ তথ্য জানান।

মামলা সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেলে আখাউড়ার খড়মপুর মাজার প্রাঙ্গণে কুমিল্লার দেবিদ্বার এলাকার এক নারীকে মা ডাকেন শাহিন। পরে তিনি ওই নারীকে জানান, তার মা দেড় মাস আগে মারা গেছেন। তিনি মায়ের আস্তানায় ওই নারীকে গিয়ে মোমবাতি জ্বালাতে অনুরোধ করেন।

এতে সাড়া দিয়ে ওই নারী শাহিনের বাড়িতে গেলে দুই সহযোগীসহ শাহিন ওই নারীকে মুখ বেঁধে ধর্ষণ করেন। পরে ওই নারী বিজয়নগর থানায় মামলা করেন।
 
বিজয়নগর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ধর্ষক শাহিনকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।