ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবি থেকে মর্টারশেলসহ একজন আটক

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শাবিপ্রবি থেকে মর্টারশেলসহ একজন আটক ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে মর্টারশেলসহ শেকুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।



শেকুল মিয়া নেত্রকোনা মদন থানার তিওশ্রী ইউনিয়নের ইনু মিয়ার ছেলে। তিনি ঝুজিপাড়‍া এলাকায় জহির মিয়ার কলোনিতে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেকুল শনিবার বিকেল ৫টায় সিলেট ওসমানী বিমানবন্দর এলাকায় ঠিকাদার তুহিন মিয়ার অধীনে ভবন নির্মাণ কাজ করার সময় মাটি থেকে প্রায় ১০ ফুট নিচে মর্টারশেলটি পান। এটি মূল্যবান ধাতববস্তু মনে করে বিক্রির উদ্দেশ্যে রোববার শাবিপ্রবি ক্যম্পাসে নিয়ে এলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।