চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫০ বোতল ফেনসিডিলসহ বিশু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বিশু শিবগঞ্জ উপজেলার হাজিনগর গ্রামের মোহেবুল ইসলামের ছেলে।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার হাঁকরইল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফাসিরুদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাঁকরইল ব্রিজ এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ বিশুকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আরএম