কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হেনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে তার স্বামী গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী খোকন মিয়া পলাকত রয়েছে।
রোববার (০৪ অক্টোবর) সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের পাতারিয়াড়ার নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার মজুমদার বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে খোকন মিয়া তার স্ত্রী হেনা আক্তারকে গলা টিপে হত্যা করে ছেলে-মেয়েদের সঙ্গে এক বিছানায় শুইয়ে রেখে পালিয়ে যায়।
সকালে টের পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে খোকন মিয়া পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএ