ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অনুদান প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের হাতে চিকিৎসা সহায়তা, তাদের সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান ও এককালীন অনুদান তুলে দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লস্কার তাজুল ইসলাম।

অনুষ্ঠানে ১৮ শিক্ষার্থীকে ৮৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি, ৩১ জনকে এককালীন ৬২ হাজার টাকার অনুদান এবং ২ জনকে চিকিৎসার জন্য ৩১ হাজার ৭শ’ টাকার অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সংগঠনের সদস্য জিয়াউদ্দীন আহমেদ, মোজাম্মেল হক, আজমল খান, আব্দুল মজিদ, মোহাম্মাদ আলী ছিদ্দিকী, আফাজউদ্দীন, আজিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।