সাভার (ঢাকা): সৌদি আরবের মিনায় পদদলনের ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজ ঢাকার সাভার পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান।
২৪ সেপ্টেম্বরের ওই ট্র্যাজেডির পর থেকে নিখোঁজ রয়েছেন হজ পালনে যাওয়া আমিনুর রহমান।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, এখনও আমিনুর রহমানের কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ-অনিশ্চয়তা কাজ করছে। তিনি কি বেঁচে আছেন, অথবা তার ভাগ্যে কী ঘটেছে? এমন প্রশ্নের উত্তর খুঁজছেন স্বজনরা।
আমিনুর রহমানের সন্ধান না মেলায় তার দু’সন্তান প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শোকের ছায়ায় রয়েছে পুরো এলাকাও।
পরিবারের সদস্যসহ স্বজনরা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আমিনুর রহমানের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দেওয়ার দাবি জানান।
অবশ্য, দুর্ঘটনার পর ২৭ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাভারের আমিনুর রহমানের মৃত্যুর খবর প্রকাশিত হলেও মরদেহ দেখে সে খবর নাকচ করে দেন পরিবারের সদস্যরা।
২৪ সেপ্টেম্বর হজ পালনকালে মিনায় শয়তানকে (প্রতীকী) পাথর মারার সময় পদদলিত হয়ে ১২ শতাধিক মানুষের মৃত্যু হয়। আহত হন আরও শত শত মানুষ।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এইচএ/