ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় ময়লার গাড়ির ধাক্কায় মো. রুবেল (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) সকালে ওই এলাকার ইসলামী ব্যাংকের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেলের সহকর্মী মো. বিপ্লব বাংলানিউজকে জানান, রুবেল যাত্রাবাড়ীতে থেকে সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
সকালে ওই এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় ময়লাবাহী ট্রাকটি রুবেলকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৫
এজেডএস/জেডএফ/এমএ