জয়পুরহাট: জয়পুরহাটে তথ্য অধিকার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (০৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রামদেও সরকারি বাজলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে সেখানে জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আলী ও জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম।
সভা শেষে তথ্য অধিকারের ওপরে একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/আরএ