ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুর কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ফরিদপুর কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু ছবি: প্রতীকী

ফরিদপুর: মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে মারা গেছেন ফরিদপুর জেলা কারাগারের কয়েদি আলী আকবর ফকির (৮০)।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত তিনটার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আকবর।

তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রোববার (৪ অক্টোবর) ভোর পৌনে ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলী আকবর ফকির ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী ইউনিয়নের আশাপুর গ্রামের মৃত গোলাপদী ফকিরের ছেলে। একটি হত্যা মামলায় ২০০৯ সালে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে সাজা ভোগ করছিলেন তিনি।


ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডা. গণপতি বিশ্বাস জানান, আলী আকবর মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে (সেরিব্রোভাসকুলার) মারা গেছেন।

ফরিদপুর জেলা কারাগারের সুপার আবুল কালাম আজাদ বলেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে অসুস্থ হয়ে পড়েন কয়েদি আলী আকবর। তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর পৌনে ছয়টার দিকে তিনি মারা যান।

তিনি বলেন, মৃতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের পর আলী আকবর ফকিরের মরদেহ তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।