ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে পিসিপির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
নানিয়ারচরে পিসিপির বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নেতা কংচাই মারমা ও ক্রাউসিং মারমাকে মুক্তি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা বাতিলের দাবিতে রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে নানিয়ারচর শাখা পিসিপির নেতাকর্মীরা।

মিছিলটি বাজার প্রদক্ষিণ করে আবারো একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।  
 
পিসিপি নানিয়ারচর থানা শাখার সভাপতি রিপন চাকমার সভাপতিত্বে ও অনিল চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- পিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সদস্য মন্টি চাকমা প্রমুখ।  
 
সমাবেশ থেকে বক্তারা পিসিপির নেতা কংচাই মারমা ও ক্রাউসিং মারমার মুক্তি দাবি করেন। এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা বাতিল, নির্যাতন বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।
 
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।