ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তথ্য জানার অধিকার দিবস

ফরিদপুরে র‌্যালি- আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ফরিদপুরে র‌্যালি- আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘তথ্য নেব, তথ্য দেব, দেশ গড়ায় অংশ নেব’ স্লোগানে ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস।

রোববার (৪ অক্টোবর) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে ৠালি বের করা হয়।

জেলা প্রশাসক সরদার সরাফত আলীর নেতৃত্বে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এরাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।