ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

দীপঙ্কর চক্রবর্তী হত্যার বিচার দাবিতে স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
দীপঙ্কর চক্রবর্তী হত্যার বিচার দাবিতে স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বগুড়া পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের নেতারা।
 
রোববার (০৪ অক্টোবর) দুপুরে সাংবাদিক নেতারা পুলিশ সুপারের হাতে এ স্মারকলিপি তুলে দেন।


 
এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিএম সজল, বগুড়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জে এম রউফ, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন মিন্টু, সাংবাদিক প্রদীপ মোহন্ত, কমলেশ মোহন্ত শানু, তানসেল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।