ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুলসুমের খুনিদের বিচার দাবিতে বোয়ালমারীতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
কুলসুমের খুনিদের বিচার দাবিতে বোয়ালমারীতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দৈবকিনন্দনপুর গ্রামের গৃহবধূ কুলসুম বেগমের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় দৈবকিনন্দনপুর গ্রামে মানববন্ধন কর্মসূচিতে কয়েকশ’ এলাকাবাসী অংশ নেন।



ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতর ছেলে ও মামলার বাদী ইসরাফিল ফকির, আঁখি বেগম, সবুরুন বেগম ও রজিয়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন, কুলসুম হত্যাকে পুঁজি করে আসামিদের পক্ষ নিয়ে গ্রামবাসীকে হয়রানি করছে পুলিশ।

এ অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার পিবিআই ইন্সপেক্টর মোঃ ইন্তাজ আলী বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত ১৩ জুন রাতে কুলসুম বেগমকে তার ঘরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতর ছেলে ইসরাফিল পরদিন ১৪ জুন বোয়ালমারী থানায় ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের জন্যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।