জয়পুরহাট: ‘বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসম্য রক্ষা করুন’ এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে।
উপজেলার তিতুমীর স্পোটিং ক্লাবের আয়োজনে রোববার (০৪ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিদায়ী অনুষ্ঠানে তার নিজস্ব তহবিল থেকে পাঁচশ’টি ফলজ ও ঔষধি গাছের চারা পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় রোপণ করা হয়।
এ সময় আক্কেলপুর থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম, নবাগত (ওসি) সাজ্জাদ হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ, আলীমুর রেজা, নাহিদ হোসেন, জাহেদী ও শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/পিসি।