গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু সৌরভের দুই পায়ে গুলি চালানো মামলার আসামি গাইবান্ধা-২ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ পৌর এলাকার বঙ্গবন্ধু ম্যুরাল এর চত্বরে স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্যাহ আল মামুন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এমদাদুল হক বাবু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, নাগরিক সংগ্রাম পরিষদের সভাপতি বীরেন সরকার মিন্টু, সাধারণ সম্পাদক এটিএম মাসুদুল আলম চঞ্চল, আহসান হাবীব মাসুদ।
বক্তারা অবিলম্বে মামলার একমাত্র আসামি সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জোর দাবি জানান।
এদিকে একই দাবিতে বাংলাদেশ যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের গাইবান্ধা জেলা সংসদের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত শহরের ডিবি রোডের ১ নম্বর ট্রাফিক মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-জেলা যুব ইউনিয়নের সভাপতি প্রতিভা সরকার ববি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক রানু সরকার, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ, সঞ্জয় মোহন্ত প্রমুখ।
ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এমপি লিটন এখনও গ্রেফতার না হওয়ায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে অবিলন্বে লিটনের গ্রেফতার দাবি করেন।
এর আগে শনিবার রাতে এমপি ব্যবহৃত একটি পিস্তুল ও একটি শর্টগান ৫৩ রাউন্ড গুলিসহ থানায় জমা দেন তার শ্যালক তারিকুল ইসলাম। এরপর পরই আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা (নং-০২) দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, বিধি মোতাবেক তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার বিকেল সাড়ে ৫টা) সংসদ সদস্য লিটনের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার দিন বিকেল থেকে তিনি উধাও হয়েছেন বলে স্থানীয়রা জানান।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএ