ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ছিনতাই মামলায় দুইজনের ১০ বছর করে কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ছিনতাই মামলায় দুইজনের ১০ বছর করে কারাদণ্ড ছবি: প্রতীকী

ঢাকা: ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর সবুজবাগ থানায় দায়ের হওয়া এক মামলার ১৮ বছর পর রায় ঘোষণা করেছেন ঢাকার একটি আদালত।
রায়ে ওই মামলার দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।



রোববার (০৪ অক্টোবর) ঢাকার ৫ম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপন ও আনোয়ার। তারা দু’জনই রাজধানীর খিলগাঁও থানা এলাকার বাসিন্দা।

রায়ে তাদের প্রত্যেককে ৫হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আনোয়ার পলাতক থাকলেও রিপনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে।

রায়ের বিবরণ হতে জানা যায়, ১৯৯৭ সালের ১ আগস্ট বেবি ট্যাক্সি করে মৌচাক যাওয়ার পথে সকাল ৮টায় খিলগাঁও তিলপাপাড়া মোল্লা হোটেলের সামনে ছিনতাইয়ের শিকার হন জনৈক হাসিনা জাহান।

এসময় দুইব্যক্তি তার ভ্যানেটি ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। তবে স্থানীয় লোকজন ও পথচারীরা ধাওয়া দিয়ে ভ্যানিটি ব্যাগসহ ছিনতাইকারীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

পরে এ ঘটনায় হাসিনা জাহানের স্বামী সাইদুজ্জামান খান ওইদিনই সবুজবাগ থানায় একটি মামলা করেন।

ঘটনা তদন্ত করে সবুজবাগ থানার এসআই ফজলুর রহমান ওই বছরেরই ১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন।  

রায় ঘোষণার আগে চার্জশিটের ৭জন সাক্ষীর মধ্যে ৩ জন আদালতে সাক্ষ্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।