ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে কবির হোসেন (২০) নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
রোববার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল মমিন খান এ দণ্ডাদেশ দেন।

 
 
দণ্ডাদেশপ্রাপ্ত কবির হোসেন সদর উপজেলার ত্রিমোহনী গ্রামের হোসেন আলীর ছেলে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় কবি সুফিয়া কামাল আনন্দলোক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে কোচিংয়ে যাচ্ছিলো। পথে কবির তাকে জাপটে ধরে অপহরণের চেষ্টা চালায়।  
 
এ সময় মেয়েটির আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে কবিরকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  
 
পরে, দুপুরে কবিরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন বিচারক।  
 
বিকেলে কবির হোসেনকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  
 
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।