ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

জরিমানা করায় সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
জরিমানা করায় সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এক ফার্মেসিতে জরিমানা ও আদালত পরিচালনায় অসহযোগিতার দায়ে ওষুধ ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন সিরাজগঞ্জের ওষুধ ব্যবসায়ীরা।

বোববার (৪ অক্টোবর) বিকেলে শহরের কালিবাড়ী রোড এলাকায় ডায়মন্ড মেডিকেল হলে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত রাকিবুল ইসলাম শহরের কালিবাড়ি রোডের ডায়মন্ড মেডিকেল হলের স্বত্ত্বাধিকারী মোতাহারুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা মুস্তারীন বাংলানিউজকে জানান, বিকেলে কালিবাড়ী এলাকায় ডায়মন্ড মেডিক্যাল হল ও শুভ্র মেডিক্যাল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ডায়মন্ড মেডিক্যাল হলের মালিকের ছেলে রাকিব আদালতকে অসহযোগিতা করলে তাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড ও জরিমানা করার প্রতিবাদে বিকেল থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ওষুধ ব্যবসায়ী সমিতি। ইতোমধ্যেই মাইকে তা প্রচার করা হয়েছে।

বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সিরাজগঞ্জ শাখার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান দুলু বাংলানিউজকে জানান, সাজাপ্রাপ্ত ব্যবসায়ীকে নিঃশর্তভাবে মুক্তি না দিলে শুধু পৌরসভা নয়, পুরো জেলার ওষুদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

সিভিল সার্জন ডা. দেবপদ রায় বাংলানিউজকে জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ায় ওষুদের দোকান বন্ধ রেখে রোগীদের হয়রানি করা ঠিক না। ব্যবসায়ীদের কোনো অভিযোগ থাকলে বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলা উচিৎ।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বাংলানিউজকে জানান, কেউ আইনের উর্ধ্বে নয়। এ কথা সবাইকে বুঝতে হবে। আদালতের রায়ের প্রতিবাদে ধর্মঘট ডাকার বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।