ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু প্রকল্পে বিদেশিদের নিরাপত্তা অটুট থাকবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
পদ্মা সেতু প্রকল্পে বিদেশিদের নিরাপত্তা অটুট থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় কর্মরত বিদেশি কর্মকর্তা ও শ্রমিকদের নিরাপত্তার কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৪ অক্টোবর) দুপুরে প্রকল্প এলাকায় কর্মরত বিদেশি কর্মকর্তা ও শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে আলোচনা কালে এ কথা বলেন তিনি।


 
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, পদ্মা সেতুর নিবার্হী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন, চায়না মেজর ব্রিজের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মি. লিও, সিনোহাইড্রোর চিফ সিকিউরিটি অফিসার মি. কিনকুম, সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।