নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নয় জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট হাকিম রুহুল আমিন এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উসমান গণি, জাহেদ মিয়া, বাদল মিয়া, মিলন মিয়া, সোহরাব মিয়া, আবু কালাম, এরশাদ মিয়া, উজ্জ্বল মিয়া ও জুয়েল মিয়া।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলানিউজকে জানান, শনিবার রাতে রোয়াইলবাড়ি ইউনিয়নের কান্দিপাড়া থেকে জুয়া খেলার সময় নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
পরে, ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ডাদেশ দেয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এমজেড