মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
রোববার(০৪ অক্টোবর)বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার বেওথা এলাকার মোজাফফর হোসেনের ছেলে রাসেল আহমেদ (২৭) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে তুষার আহমেদ আগুন (২২)।
শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান মিয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পুলিশ পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/পিসি