ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ভারতীয় শাড়িসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
মৌলভীবাজারে ভারতীয় শাড়িসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড থেকে একটি প্রাইভেটকারসহ মনসুর আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।

এ সময় ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬৬ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়েছে।

এ সময় প্রাইভেটকারের চালক পালিয়ে যায়।

রোববার (৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাড়িসহ তাকে আটক করা হয়।

মনসুর আলী কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের দওগ্রামের আহমদ আলীর ছেলে।

শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসেন মলিক কাজী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভারতীয় শাড়ি নিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১১-৫১৫২) মৌলভীবাজার শহরের শমসেরনগর রোড দিয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ৠাবের একটি দল ওই রোডে অভিযান চালিয়ে মনসুর আলীসহ প্রাইভেটকারটি আটক করে। এ সময় ৠাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার ফেলে চালক পালিয়ে যান। পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে ৩৬৬ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজার মূ্ল্যে ১১ লাখ ৭৯ হাজার টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।