ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাসিকে অবৈধ বিলবোর্ড অপসারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
রাসিকে অবৈধ বিলবোর্ড অপসারণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: অবৈধ বিলবোর্ড অপসারণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

রোববার (৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রথম দিনের এই কার্যক্রম চলে।

এ কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

রোববার অবৈধ বিলবোর্ড অপসরাণ করা হয় মহানগরীর শালবাগান থেকে নওদাপাড়া এলাকা পর্যন্ত। এ সময় সিটি করপোরেশনের কর্মীরা বিলবোর্ডের পাশাপাশি শপসাইন ও লাইটিং বোর্ডও অপসারণ করেন।

এদিকে, রাসিকের জনসংযোগ কর্মকর্তা কাজী আমিরুল করিম বাংলানিউজকে জানান, সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে অবস্থিত সব ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও রাসিক নিয়ন্ত্রিত যানবাহনের লাইসেন্স অটোমেশনের মাধ্যমে প্রদানের প্রক্রিয়া চলছে।

এ সংক্রান্ত একটি সফটওয়্যার প্রস্তুতের লক্ষ্যে এর বিভিন্ন দিক সংশ্লিষ্টদের সামনে তুলে ধরা হয়েছে। দুপুরে দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আজীমের সামনে তা উপস্থাপনও করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর  মুস্তাক হোসেন রতন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহরাব হোসেন শেখ, প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব সৈয়দা জেবিননিছা সুলতানা, প্রধান রাজস্ব কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।