ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ১০ ছিনতাইকারী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
আদিতমারীতে ১০ ছিনতাইকারী কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১০ ছিনতাইকারীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়।



এর আগে ভোর ৪টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি কদমতলা মোড় থেকে তাদের আটক করে পুলিশ।

ছিনতাইকারীরা হলেন- নামুড়ি মদনপুর গ্রামের ফরিদুল ইসলাম (২২), শরিফুল ইসলাম (২৪), হাফিজুল ইসলাম (২৬), নাজমুল ইসলাম (২২), ছাদেকুল ইসলাম (২২), ফিরোজ মিয়া (২১), সজিব মিয়া (২২), আরিফুজ্জামান (২২), মিলন মিয়া (১৯) ও মশিউর রহমান (২২)।

পুলিশ জানান, রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়ার বাসিন্দা ফিরোজ সরকার বাবু (৩০) নামে এক ব্যক্তি নামুড়ি এলাকার এক আত্মীয়ের বাসা থেকে ভোর ৪টার দিকে মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে নামুড়ি মদনপুর কদমতলা মোড়ে এলে ওই ১০ ছিনতাইকারী তাকে থামিয়ে পকেটে থাকা ২৭ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় আদিতমারী থানার একদল পুলিশ ওই এলাকা অতিক্রম করছিল। বিষয়টি জানতে পেরে তারা ছিনতাইকারীদের আটক করে টাকাগুলো উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, আটক ১০ জন কদমতলা মোড়ের একাধিক ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, এ ঘটনায় ফিরোজ প্রথমে থানায় অভিযোগ করলেও পরে   খোয়া যাওয়া টাকা ফিরে পাওয়ায় তিনি অভিযোগ তুলে নেন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।