ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ইয়াসমীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শেরপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ইয়াসমীন ছবি: প্রতীকী

শেরপুর: শেরপুর জেলা শহরের দমদমা মহল্লায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে স্থানীয় এমএ পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও দিনমজুর ইয়াজ উদ্দিনের মেয়ে ইয়াসমীন আক্তার (১২)

রোববার (৪ অক্টোবর) বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করেন।

জানা যায়, সদর উপজেলার চৈতনখিলা গ্রামের সুরুজ আলীর ছেলে সুজন মিয়ার সঙ্গে স্কুলছাত্রী ইয়াসমীন আক্তারের বিয়ের কথাবার্তা চলছিল ক’দিন ধরেই।

বিষয়টি স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয় সচেতন লোকজন জানার পর ইয়াসমীনের অভিভাবককে বুঝাতে চেষ্টা করে ব্যর্থ হন। রোববার তার বিয়ের দিন ধার্য হয়।

রোববার বিয়ের আয়োজন চলা অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিমসহ একদল পুলিশ বিয়ে বাড়িতে উপস্থিত হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন ইয়াসমীনের বাবা। পরে বাড়ির অন্যান্য লোকজন বিয়ে দেবেননা বলে অঙ্গীকার করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।