ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবি এলাকায় পেঁয়াজ বোঝাই পিক-আপ উল্টে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ীর নাম রাজন বেপারি (৫০)।
রোববার (৪ অক্টোবর) দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো: হোসেন সরকার জানান, মুকসুদপুর থেকে পেঁয়াজ নিয়ে ভাঙ্গা উপজেলার দিকে আসছিল পিক-আপটি। কৈডুবি এলাকায় এসে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে পিক-আপের ওপরে থাকা ওই ব্যবসায়ী পেঁয়াজ ও পিক-আপের নিচে চাপা পড়ে মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এএসআর