ঢাকা: রাজধানীর লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে মাত্র একঘণ্টায় তিন শিশুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন চিকিৎসককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় তাদের জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।
আসামিরা হলেন, ডা. শিশির রঞ্জন দাস, ডা. আব্দুল্লাহ আল আহাদ এবং ডা. আফতার উদ্দিন।
এর আগে আসামিদের আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
রাজধানীর লালমাটিয়ার এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতালে শুক্রবার (০২ অক্টোবর) রাতে মাত্র একঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়। এনিয়ে গত এক সপ্তাহে ওই হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় স্বাস্থ্ অধিদফতর হাসপাতালটিতে তালা লাগিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমআই/এমএ