ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন মামলায় স্বামী-শ্বশুর কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
নারী নির্যাতন মামলায় স্বামী-শ্বশুর কারাগারে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় জান্নাত আরা সোনিয়া নামে এক নারীর দায়ের করা মামলায় স্বামী হিসাম হোসেন ও শ্বশুর আজিজুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।  
 
রোববার (৪ অক্টোবর) বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমতিয়াজুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।



স্ত্রী-সন্তানের অধিকার ফিরে পাওয়া ও নির্যাতনের বিচার চেয়ে চলতি বছরের জুলাই মাসে মামলাটি দায়ের করেন ওই নারী।
 
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ২০০৭ সালে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের হিসাম হোসেনের সঙ্গে জান্নাত আরার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে, স্থানীয় এক মসজিদে তাদের বিয়ে হয় এবং এরপর থেকে তারা একসঙ্গে বসবাস শুরু করেন।   একপর্যায়ে ২০১১ সালে তিনি একটি মেয়ে সন্তানের মা হন।  
 
চলতি বছরের ৬ জুলাই সোনিয়া তার স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানের অধিকার দাবি করেন। এ সময় তিনি অন্তসত্ত্বা ছিলেন। স্বামী হিসাম ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন।  
 
নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে সোনিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায়। এ ঘটনায় সোনিয়া মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।
 
এ ঘটনায় জান্নাত আরা ২ আগস্ট মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্বামী ও সন্তানের অধিকার ফিরে পাওয়ার দাবি জানান।  
 
রোববার বিকেলে দীর্ঘদিন পলাতক থাকার পর স্বামী হিসাম ও তার বাবা আজিজুল হক মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।