ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও ১৫শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৪ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়।
চরভদ্রাসন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে পদ্মা নদীতে ইলিশ শিকার করছেন। খবর পেয়ে আমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।
এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে ইলিশ শিকারীরা পালিয়ে যান।
পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাদ্রাসার এতিমদের দিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএস