ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের পদ্মা নদীতে কারেন্ট জাল-ইলিশ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
ফরিদপুরের পদ্মা নদীতে কারেন্ট জাল-ইলিশ জব্দ ফাইল ফটো

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মানদীতে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ ও ১৫শ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয়।



চরভদ্রাসন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী বলেন, ইলিশ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু জেলে পদ্মা নদীতে ইলিশ শিকার করছেন। খবর পেয়ে আমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে ইলিশ শিকারীরা পালিয়ে যান।

পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাদ্রাসার এতিমদের দিয়ে দেওয়া হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।