ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত পাঁচ হাজার মিটার (২০টি) কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৪ অক্টোবর) দিনভর ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া ঘাট থেকে লীকুন্ডার দাদাপুর চর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা ফিসারিজ অফিসার সাইফুদ্দিন ইয়াহিয়া এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ নেওয়াজ।
সাইফুদ্দিন ইয়াহিয়া বাংলানিউজকে জানান, প্রজনন মৌসুম হওয়ায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এছাড়া কারেন্ট জাল দিয়ে মাছ ধরাও নিষিদ্ধ।
তিনি আরো জানান, ইলিশ রক্ষার্থে রোববার দিনভর পদ্মায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বিকেলে এসব জাল উপজেলা পরিষদে এনে পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআই