ফরিদপুর: তথ্য নেবো তথ্য দেবো, দেশ গড়ায় অংশ নেব ও থাকবো না অন্ধকারে তথ্য আমরা নেব জেনে এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে দুই দিনব্যাপী শুরু হয়েছে তথ্য মেলা ২০১৫।
রোববার (৪অক্টোবর) বিকেলে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন ফরিদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার দৌলতনা আক্তার।
সামাজিক সুরক্ষা ফোরাম ও খান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সামাজিক সুরক্ষা ফোরাম ফরিদপুরের সভাপতি এম এ হক, উপজেলা ফোরাম সভাপতি মো. জালাল উদ্দিন আহমেদ, পৌরসভা ফোরামের সভাপতি মো. সাইদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন খান ফাউন্ডেশন প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান।
দুই দিনব্যাপী মেলায় জেলা সমাজসেবা কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রসহ উপজেলা ও জেলা পর্যায়ের দশটি স্টল মেলায় স্থান পেয়েছে। মেলায় স্টলের পাশাপাশি মেলা মঞ্চে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
বিএস