গাজীপুর: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙ্গীলা এলাকায় মাইক্রোবাস চাপায় শামসুল হক (৮২) নামের বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যায় রঙ্গীলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে বৃদ্ধ শামসুল হক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শামসুল হক উপজেলার বারতোপা গ্রামের বাসিন্দা।
আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
বিএস/