সিলেট: সিলেটের শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেট-চট্টগ্রাম, সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।
বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, কুলাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এখনো ঘটনাস্থলে পৌঁছায়নি।
তবে কতোক্ষণ নাগাদ উদ্ধার কাজ শেষ হবে তিনি সেটা বলতে পারছেন না।
এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেটে পৌঁছাতে পারেনি। এদিকে এ লাইনচ্যুতির ঘটনায় সিলেট থেকেও কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। যার ফলে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
এনইউ/বিএস