ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রাসেল মাহমুদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার চুনিয়াপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাসেল মাহমুদ ধুনট উপজেলার চুনিয়াপাড়া গ্রামের আশাদুল ইসলামের ছেলে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, রাসেল মাহমুদ ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে গোসাইবাড়ী টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এর পর থেকে রাসেল পলাতক ছিলেন।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
রোববার সকালে তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
এমজেড