ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
রূপগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বালু নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।



এই প্রতিযোগিতা দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে শত শত নারী-পুরুষ বালু নদীর তীরে অবস্থান নেন।

বিশেষ করে তালাশকুট, বেলপাড়া, নামাপাড়া, কায়েতপাড়া, বড়ালু, কামশাইর, বালু পশ্চিম, পশ্চিমগাঁওসহ রাজধানী ও এর আশপাশের
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বালু নদীর তীরে ভীর জমান।

প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাগুলো বিভিন্ন রঙ-এ সাজানো ছিল। এ সময় পুরো এলাকা ঢাকঢোল পিটিয়ে আনন্দমুখর করে তোলা হয়।

প্রতিযোগিতায় বিজয়ী হয় বিন্দাবন নামে নৌকাটি। দ্বিতীয় স্থান অধিকার করে বালুরপাড় নৌকা ও তৃতীয় স্থান অর্জন করে নয়ামাটি নৌকা। পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে ২১ ইঞ্চি রঙিন টেলিভিশনসহ তিনটি টেলিভিশন দেওয়া হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট গোলজার হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোহাম্মদ আলী, মান্নান বেপারী, ফরিদ আহাম্মেদ, মামুন মিয়া, বেনু মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।