লালমনিরহাট: পাওনা টাকা চাওয়ায় নুরনবী(৬০) নামে এক বৃদ্ধকে ঘরে আটকে মারপিট করেছেন বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল।
সায়েদুজ্জামান কোয়েল লালমনিরহাট-১(হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীনের ছেলে ও হাতীবান্ধা উপজেলা বিএনপি’র সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী।
আহত বৃদ্ধ নুরনবী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বড়াইপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হাতীবান্ধা মুক্তিযোদ্ধা বাজারের কাঁচামাল ব্যবসায়ী।
রোববার(৪ অক্টোবর)দুপুরে কোয়েল তার জিএমসি গোডাউনে ওই বৃদ্ধকে ডেকে নিয়ে মারপিট করেন।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা কোয়েলের একটি ঘর ৮ হাজার টাকা জামানত দিয়ে মাসে ৫০০ টাকা ভাড়ায় ব্যবসা করতেন বৃদ্ধ নুরনবী। কয়েক বছর ব্যবসা করে ঘর ছেড়ে দিয়ে মুক্তিযোদ্ধা বাজারের একটি ঘরে ব্যবসা শুরু করেন তিনি। কিন্তু জামানতের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও দিচ্ছি, দিব বলে দীর্ঘদিন ধরে কালক্ষেপণ করেন কোয়েল।
অবশেষে বিষয়টি ব্যবসায়ী নুরনবী হাতীবান্ধা ব্যবসায়ী সমিতিকে অবহিত করেন। এতেই ক্ষেপে যান কোয়েল। দুপুরে কোয়েল তার জিএমসি গোডাউনে বৃদ্ধা নুরনবীকে ডেকে নেন। পরে সেখানে তাকে আটকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। এতে তার বাম পায়ে ও হাতের বেশ কিছু স্থানে জখম হয়েছে।
বৃদ্ধ নুরনবীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসাধীন নুরনবী বাংলানিউজকে জানান, টাকা দেওয়ার কথা বলে গোডাউনে ডেকে নিয়ে মারপিট শুরু করে এমপি’র ছেলে কোয়েল। এ সময় অনেকবার তার(কোয়েলের) পা ধরে বাঁচার আকুতি জানিয়েও কাজ হয়নি। তবে, এ ঘটনায় মামলা করবেন তিনি।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমজান আলী বাংলানিউজকে জানান, বৃদ্ধ নুরনবীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা বিএনপি নেতা সায়েদুজ্জামান কোয়েল বাংলানিউজকে বলেন, টাকার জন্য আমার বিরুদ্ধে বিচার দেওয়ার সাহস তাকে কে ঝুগিয়েছে, তা জানতে চেয়েছি মাত্র। তাকে মারপিট করা হয়নি।
হাতীবান্ধা ব্যবসায়ী সমিতির সভাপতি মনোয়ার হোসেন দুলু বাংলানিউজকে জানান, ব্যবসায়ী নুরনবী ক’দিন আগে এ ব্যাপারে সমিতিতে অভিযোগ দেওয়ায় কোয়েলকে প্রাথমিকভাবে টাকা ফেরত দিতে বলা হয়েছে। ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় সুষ্ঠু বিচার হওয়া দরকার।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন প্রধান বাংলানিউজকে বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
পিসি