আশুলিয়া (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট বাসস্ট্যান্ড এলাকায় সিয়াম নামে ৫বছরের এক শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক নারী।
এ সময় ধামরাই থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
আর সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই নারীর মৃত্যু হয়।
স্থানীরা জানান, নিহত মা-ছেলে আশুলিয়ার চাঁকলগ্রামে থাকতেন। খবর পেয়ে নিহতদের স্বজনরা মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বাংলানিউজকে বলেন, থানায় এ বিষয়ে কোনো খবর আসেনি।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমএ/