বগুড়া: বগুড়ায় করতোয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া তৌকির আহম্মেদের (১৯) অবশেষে সন্ধান মিলেছে। তবে জীবিত তৌকিরের সন্ধান মেলেনি।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা শহরের মালতীনগর বালা বাবার মাজারের কাছে করতোয়া নদীতে গোসল গিয়ে নিখোঁজ হওয়া স্থানেই তৌকির আহম্মেদের মরদেহ ভেসে ওঠে।
বনানী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই)) মোন্নাফ বাংলানিউজকে জানান, নিখোঁজ হওয়া তৌকিরের মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তৌকির তার তিন বন্ধুকে সঙ্গে নিয়ে শহরের মালতীনগর বালা বাবার মাজারের কাছে করতোয়া নদীতে গোসল করতে যান।
একপর্যায়ে চার বন্ধু মিলে নদীর ওপারে যাওয়ার সময় তৌকির পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর প্রথমে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালান। কিন্তু তারা ব্যর্থ হলে সন্ধ্যায় রংপুর থেকে আসা চার সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান নামে।
একটানা কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ তৌকিরের সন্ধান না পেয়ে রাত সোয়া ১১টায় উদ্ধার অভিযান স্থগিত করে ডুবুরি দল।
রোববার ভোর সাড়ে সাতটার দিকে আবারও উদ্ধার অভিযানে নামে একই ডুবুরি দল। বিকেল তিনটার পর ডুবে যাওয়া স্থান থেকে তৌকিরের উদ্ধারের আশা ছেড়ে দিয়ে ডুবুরি দল প্রায় ৫-৬ কিলোমিটার ভাটিতে উদ্ধার অভিযান শুরু করে। ঠিক সেই মুহূর্তে ডুবে যাওয়া স্থানে তৌকিরের মরদেহ ভেসে ওঠে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এমবিএইচ/এএসআর