ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

নিজ নাগরিকদের নিরাপত্তা চেয়েছে জাপান

এস এম আববাস, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
নিজ নাগরিকদের নিরাপত্তা চেয়েছে জাপান

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত নিজ নাগরিকের নিরাপত্তা চেয়েছে জাপান। রোবববার (০৪ অক্টোবর) সরকারের কাছে এ নিরাপত্তা চায় দেশটি।


 
নিরাপত্তা নিশ্চিত করতে জাপানকে সব ধরণের আশ্বাসও দিয়েছে বাংলাদেশ।
 
তবে বাংলাদেশে জাপানের কতজন নাগরিক বসবাস করছেন এবং তারা কোথায় অবস্থান করছেন এর সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। সেজন্য তার একটি তালিকাও চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।
 
রোববার (০৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দফতরে যান বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াটনবি (Masato Watanabe)। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জাপানের নাগরিকদের নিরাপত্তা চান তিনি।
 
এর আগে শনিবার (০৩ অক্টোবর) বেলা ১১টার কিছু আগে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে ৬৬ বছর বয়সী জাপানি নাগরিক হোসি কোমিওকে  গুলি করে হত্যা করে তিন দুর্বৃত্ত। এ ঘটনার পর বিকেলে মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেন জাপান রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশে বসবাসকারি জাপানি সব নাগরিকের নিরাপত্তা চান তিনি।
 
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত প্রেস ব্রিফিং করতে নিষেধ করেছেন।
 
তবে সাংকাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশে বসবাসকারি জাপানের সব নাগরিকের নিরাপত্তা চেয়েছেন। জাপানের নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
 
আমরা সব ধরণের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন স্থানে জাপানের লোক বসবাস করেন। এমনকি গ্রামেও জাপানের লোক রয়েছে। তাই সব নাগরিকের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট তালিকা চেয়েছি।  
 
দীর্ঘ এ বৈঠকে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত কী আলোচনা হয়েছে তা জানাতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রী।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তবে তা নিজেদের স্বার্থেই বলা যাবে না। তা ছাড়া জাপানের সঙ্গে আমাদের বিভিন্ন ব্যবসা রয়েছে জাইকা ছাড়াও বিভিন্ন প্রকল্প রয়েছে তাদের সঙ্গে। আর তাদের কথা দিয়েছি ব্রিফিং না করার। তাই ব্রিফিং করা ঠিক হবে না। আর আমরা তাদের (জাপানি) চটাতে চাই না।  
 
সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন আমি পুলিশ প্রধান ও ৠাব প্রধানের সঙ্গে কথা বলেছি। আমি অনেক তথ্যই পেয়েছি। কিন্তু আমি কিছুই বলতে পারোবো না।
 
মন্ত্রী বলেন, শুধু জাপানি নয়, বাংলাদেশে বসবাসকারি সব দেশের নাগরিকের নিরাপত্তার জন্য আমরা চেষ্টা করছি।
 
বাংলাদেশে জাপানের কতো লোক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের কাছে তালিকা চেয়েছি।
 
এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছিলেন বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের সব জেলায় নির্দেশ দেওয়া হয়েছে।
 
রংপুরে জাপানি নাগরিক হোসি কোমিও হত্যার ঘটনায় কাউনিয়া থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।
 
মামলার পর জিজ্ঞাসাবাদের জন্য হোসি কোমিওর ব্যবসায়ী অংশীদার রংপুর নগরীর রবাটসনগঞ্জ এলাকার হুমায়ুন কবির হিরা (৪৭), মুরাদ মিয়া (৩৪), কোমিও যে বাসায় থাকতেন তার মালিক জাকারিয়া বালা ও রিকশাচালক মন্নাফ মিয়াকে (৩৫) আটক কর‍া হয়।
 
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএমএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।