ভোলা: মেঘনা নদীর ভোলা সদরের তুলাতলী পয়েন্ট থেকে আটক চার জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোবাবর (৪ অক্টোবর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট আশিকুর রহমান চৌধূরী এ আদেশ দেন।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- মো. রুবেল (২৩), মো. ইব্রাহিম (২০), মো. রুবেল (২৫) ও মো. জিলন (২৫)। এদের বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্রজনন মৌসুম হওয়ায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। সেজন্য ইলিশ রক্ষায় ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজার নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল মেঘনায় অভিযান চালায়। এসময় মেঘনার তুলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে আটক করেন তারা। এছাড়া এসময় ১০ কেজি ইলিশ, ছয় হাজার মিটার কারেন্ট জাল ও মাছধরা চারটি বোট জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক সাতজনের মধ্যে চারজনকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বাকি তিনজনের বয়স ১৮ বছরে কম হওয়ায় তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, জব্দ করা ইলিশ এতিম খানায় বিতরণ করা হয় ও জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসআই