ঈশ্বরদী: ঈশ্বরদীতে অবস্থানকারী ১০৩ জন বিদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর সতর্কতা গ্রহণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা পরিষদে এ বিষয়ে একটি বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুন্সি মনিরুজ্জামান।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারুক আহমেদ, ঈশ্বরদীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম সেলিম, নবাগত ইউএনও শাকিল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ।
এছাড়া ঈশ্বরদী ইপিজেডের মহাব্যবস্থাপক রুহুল আমিন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিদেশি নাগরিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও কয়েকটি প্রকল্পে নিয়োজিত বিদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তার জন্য শনিবার (৩ অক্টোবর) থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশিদের কর্ম ও আবাসস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাবনা থেকে এক প্লাটুন পুলিশ সার্বক্ষণিক টহলে থাকবে। পাশাপাশি ঈশ্বরদীতে অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনী বিদেশিদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে। পুলিশের পাঁচটি মোবাইল টিম উপজেলার বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়া গোয়েন্দা নজরদারিতে রয়েছে এখানে কর্মরত বিদেশি নাগরিকরা।
সভা শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ান নাগরিক এবং ঈশ্বরদী ইপিজেডে অন্যান্য বিদেশি নাগরিকদের ব্যক্তিগত চলাচলে কঠোর সতর্কতা অবলম্বনের জন্য বলা হয়েছে। এখানকার ১৩টি কেপিআই প্রতিষ্ঠানের মধ্যে প্রথম শ্রেণির কেপিআই রয়েছে চারটি। এসব কেপিআই প্রতিষ্ঠানেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঈশ্বরদী ইপিজেড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ বেসরকারিভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে মোট ১০৩ জন বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। এরা ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় বসবাস করছেন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
আরএ