ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মহম্মদপুরে ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
মহম্মদপুরে ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের এ যুব সংগঠনের জেলার নেতাদের উপস্থিতিতে রোববার(৪ অক্টোবর) বিকেলে মহম্মদপুর রায়বাড়ি মন্দির প্রাঙ্গণে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।



সম্মেলন থেকে পংকজ রায়কে আহ্বায়ক ও যথাক্রমে আশিষ কুমার সাহা ও কাঞ্চন ঘোষকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তরুন গুহ পিকিং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপি।

সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্বজিৎ চক্রবর্তী, সাংবাদিক এস আর এ হান্নান ও জগন্নাথ সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।