ঢাকা: ফরিদপুর ও কুমিল্লা বিভাগ বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় ও সংস্কার সচিব নজরুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
সম্প্রতি গঠিত এই কমিটি বিভাগ বাস্তবায়নে কাজ শুরু করেছে। কমিটি কাজের অগ্রগতি জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দেবে।
এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বাংলানিউজকে বলেন, আগের কমিটির আদলে (ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন কমিটি) একটি কমিটি গঠন করা হয়েছে।
কাজের অগ্রগতি বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কতদূর কাজ এগিয়েছে আমি তা জানি না। তবে প্রতিবেদন পেলে জানতে পারবো।
ময়মনসিংহ, বৃহত্তর ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হবে বলে গত ৪ মার্চ জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ময়মনসিংহ বিভাগের কার্যক্রম শুরু করে সরকার।
এবার ফরিদপুর ও কুমিল্লা বিভাগ বাস্তবয়নের কাজ শুরু করা হল।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএমএ/বিএস