ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
বরিশালে ধর্ষণের মামলায় ২ যুবক গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর চাঁদমারী খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


 
গ্রেফতার হওয়া দুই যুবক হলেন- নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা আজাহার সরদারের ছেলে ইমন সরদার (১৮) ও তার সহযোগী রুবেল (১৮)।
 
এদিকে, মামলার এজাহারভুক্ত আসামি ও ইমনের অপর সহযোগী আসিফকে (১৯) গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর বান্দরোডের তাঁতবস্ত্র মেলার গেট থেকে কৌশলে ওই কিশোরীকে ইমন ও তার সহযোগীরা অপহরণ করেন।  
 
পরে, কীর্তনখোলার নদীর ওপারে একটি ইটভাটায় নিয়ে যান তারা। সেখানে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ইমন।  
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন। যুবকরা স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।  
 
পরদিন এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।