গাইবান্ধা: শিশু সৌরভের দুই পায়ে গুলিবিদ্ধের অভিযোগে অভিযুক্ত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
বোরবার (০৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ বাংলানিউজকে লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি বলেন, জনগণের নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, এমপি লিটনের নিরাপত্তার লক্ষ্যে একটি পিস্তল ও একটি শর্টগান ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তিনি অহেতুক পিস্তল ও শর্টগানের গুলি ছুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির কারণে তার অস্ত্র প্রত্যাহার করা হবে।
ওই দিন রাতেই এমপি ব্যবহৃত একটি পিস্তল ও একটি শর্টগান লাইসেন্সসহ সুন্দরগঞ্জ থানায় জমা দেন তার স্ত্রী খুরশিদ জাহান স্মৃতির বড় ভাই তারিকুল ইসলাম।
শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে এমপি লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়।
বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএইচ