ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শার্শায় ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
শার্শায় ভাইয়ের হাতে ভাই খুন

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার গোগা পূর্বপাড়া গ্রামে টাকা হিসেব নিয়ে নিজ ভাইয়ের হাতে আজিজুর রহমান (২৭) নামে এক ভাই খুন হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) রাত ৯টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

তিনি ওই গ্রামের মৃত নবী ছদ্দির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হত্যার শিকার ওই যুবক ভারতের মুম্বাই শহরে কাজ করতো। এসময় তিনি তার বড় ভাই হাফিজুরের কাছে রোজগারের সব টাকা পাঠাতো। আজিজুর রোববার সকালে বাড়িতে ফিরে তার ভাইয়ের কাছে পাওনা টাকা চাইলে ভাই টাকা দিতে তালবাহনা শুরু করে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে বড় ভাই হাফিজুর ছোট ভাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন।

এসময় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যায়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।